ঘন ছায়ায়, গ্রামের মায়ায়,
বাতাস বহে যায়,
তারই মাঝে বসে আমি,
তোমার অপেক্ষায়।
নাই গো এখন পাখিদের মেলা,
সংসারের কলরব,
সাঙ্গ হয়েছে দিবসের খেলা,
সমাজের সব উত্সব।
নাই গো এখন দিনের আলো,
সুর্যের আহবান,
নাই গো এখন মহাকাশে,
নীল ছত্রের সন্ধান।
এখন কেবল শুন্য গ্রামে,
নিশির ধ্বনি বাজে কানে,
ঘুমিয়ে পরা গৃহের দ্বারে,
বাতাস হেঁকে যায়ে…
… সেই গৃহের দ্বারেই বসে আমি,
তোমার অপেক্ষায়।
১ সেপ্টেম্বর ২০১২
ঝাড়গ্রাম
অপেক্ষা